নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৬৪। অ্যাটর্নি বিভাগ
(১)
বাংলাদেশের একটি অ্যাটর্নি বিভাগ থাকিবে;
(ক) অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলগণের সমন্বয়ে অ্যাটর্নি বিভাগ পরিচালনা পর্ষদ গঠিত হইবে এবং অ্যাটর্নি জেনারেল সভাপতি
ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলগণ সদস্য
হইবেন।
(২) অ্যাটর্নি-জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলগণ রাষ্ট্রপতি
কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন সহ যেরূপ দায়িত্ব এই সংবিধান বা অন্য কোন আইনের
দ্বারা নির্ধারিত হইবে, সেইরূপ দায়িত্ব পালন করিবেন,
(৩) অ্যাটর্নি বিভাগ পরিচালনা পর্ষদ
দায়িত্ব পালনে স্বাধীন থাকবেন এবং দায়িত্বের পালনে ও ‘রাষ্ট্রপতির সাপেক্ষে সংসদের
নিকট’ দায়বদ্ধ থাকিবেন।
(৪) এই ভাগের
অধীন অ্যাটর্নি বিভাগ প্রতিষ্ঠা
ও তাহার উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য নিজস্ব সচিবালয় থাকবে এবং যেরূপ কর্মকর্তা-কর্মচারীর
প্রয়োজন হইবে,
অ্যাটর্নি বিভাগ পরিচালনা পর্ষদ অনুরোধ করিলে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী কর্ম
বিভাগের সহযোগিতায় নিয়োগদান করিবেন।
তবে শর্ত থাকে
যে,
অ্যাটর্নি বিভাগের
কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কর্ম বিভাগ, অ্যাটর্নি বিভাগ পরিচালনা পর্ষদের সহযোগীতা নিবেন।
(৫) বিচার বিভাগের
পরিচালনা পর্ষদের সদস্য যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি
ও কারণ ব্যতীত হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগের পরিচালনা পর্ষদের কোনো সদস্য অপসারিত হইবেন না।
(৬) নিজস্ব সচিবালয় থাকিবে এবং অ্যাটর্নি
জেনারেল সলিসিটর হিসাবে
দায়িত্ব পালন করবেন এবং অতিরিক্ত এটর্নি জেনারেলগন উপ-সলিসিটার হিসাবে দায়িত্ব পালন করিবেন। এবং ন্যায়পাল বিভাগের দায়িত্বপালনে
বাংলাদেশের নির্বাহী, আইন ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সহযোগীতা করিবে।
(৭) অ্যাটর্নি-জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলগণ দায়িত্বপালনের
জন্য বাংলাদেশের সকল আদালতে তাঁহার বক্তব্য পেশ করিবার অধিকার থাকিবে।
(৮) এই
সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে অ্যাটর্নি-জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলগণের পদের মেয়াদ তাঁহার কার্যভার গ্রহণের তারিখ হইতে তিন বৎসরকাল হইবে, তবে দায়িত্ব পালনকালে বয়স সত্তর বছরের উর্ধ্বে হইবে না।
(৯) আইনের বিধানাবলী-সাপেক্ষে
অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগের বিচারপতি এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হাইকোর্ট
বিভাগের বিচারপতির সমপরিমাণ সম্মানী ও
সুযোগ-সুবিধা পাইবেন।
(১০) অ্যাটর্নি-জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতিকে উদ্দেশ করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।
(১১) অ্যাটর্নি-জেনারেল
ও অতিরিক্ত অ্যাটর্নি
জেনারেল নিয়োগ, শপথ, মেয়াদ ও পদত্যাগ, পদমর্যাদা, ‘ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য’, এবং অপসারণ এই সংবিধানের তফসিল অনুযায়ী হইবে।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"